বগুড়ার শেরপুরে অবৈধভাবে চাল মজুদ করার অভিযোগে দুই মিল মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
রোববার (৫ জুন) দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া জেলার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী এই জরিমানা করেন। এসময় উপজেলা খাদ্য কর্মকর্তা এবং জেলা পুলিশের একটি চৌকস দল সহযোগীতা করেন।
জানা যায়, অবৈধভাবে চাল মজুদ করার অভিযোগে শেরপুর উপজেলার শিনু রাইস মিলকে ৫০ হাজার টাকা এবং রজণীগন্ধা রাইস মিলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে মজুদকৃত চাল দ্রুত বিক্রির নির্দেশ দেওয়া হয়।
অভিযান সম্পর্কে ইফতেখারুল আলম রিজভী জানিয়েছেন, খুচরা বাজারে চালের কৃত্রিম সংকট তৈরী করতে মিল মালিকরা অবৈধভাবে চাল মজুদ করছেন। এরই ধারাবাহিকতায় শেরপুরের শিনু রাইস মিল ও রজণীগন্ধা রাইস মিলকে অর্থদন্ড দেওয়া হয়েছে। একই সাথে মজুদকৃত চাল দ্রুত বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে ভোক্তাদের স্বার্থ রক্ষায় তাদের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
এনসিএন/এআইএ
