ডিসেম্বর ১, ২০২৫ ১২:৩৪ অপরাহ্ণ

কালীগঞ্জে ফাঁকা স্টাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ

লালমনিরহাটের কালীগঞ্জে অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী হামিদুর রহমান টিটু (৪৫), কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানাযায়,গত ৩০/০১/২৫ ইং তারিখ বেলা অনুমান ১১টার দিকে ভুক্তভোগী টিটু কালীগঞ্জ উপজেলার ভোটমারী বাজার হইতে তার ব্যবহৃিত টিভিএস মেট্রো ১১০ সিসি নীল রঙের মোটর সাইকেলযোগে নিজ বাড়ীতে যাওয়ার পথে কালীগঞ্জ থানাধীন ভোটমারী উচ্চ বিদ্যালয় সংলগ্ন পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর পৌছা মাত্রই ভোটমারী এলাকার মতিয়ার রহমানের ছেলে হোসেন সোহরাওয়ার্দী (৩৬), মোঃ শাকিল মিয়া(২৪), পিতা- মোঃ সাজু মিয়া, মোঃ সাজু মিয়া(৫০), পিতা- মৃত তোফাজ্জল হোসেন, মোঃ লিঠন মিয়া (৩০), পিতা- মোঃ খলিল মিয়া, মোঃ রব্বানী(২৫), পিতা- অজ্ঞাত, মোঃ গালিম(৩০)সহ আরো অনেকে একজোট হইয়া লাঠি সোটা, লোহার রডে সজ্জিত হয়ে তাকে আক্রমণ করে।

ভুক্তভোগী হামিদুর রহমান টিটু জানান, এসময় তাকে মোটর সাইকেলসহ আমাকে টানা হেচড়া করিয়া জোর পূর্বক ভোটমারী ফজলার রহমান বালিকা বিদ্যালয় সংলগ্ন হোসেনের গদি ঘরের ভিতরে ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা দাবী করে। আমি কোন প্রকার টাকা দিতে পারিবেনা বলিলে তারা আমার মোটর সাইকেলটি আটক করে রাখে। হোসেন সোহরাওয়ার্দী ও শহিদের হুকুমে অন্যরা তাদের হাতে থাকা লোহার রড দিয়া আমার বাম পায়ের হাঁটুর নিচে উপরে আঘাত করিয়া কালশিরা গুরুতর জখম করে। এসময় সাজু মিয়া তার হাতে থাকা বাঁশের লাঠি দিয়া আমার দুই পায়ের উরুতে স্বজোরে আঘাত করিয়া গুরুতর কালশিরা জখম করে। আমাকে নানা ভাবে নির্যাতন করত ৩০/০১/২০২৫ইং তারিখ দিবাগত রাত্রী অর্থাৎ ৩১/০১/২০২৫ইং তারিখ রাত্রী ০২ টার সময় তাদের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য ১১টি ফাঁকা স্ট্যাম্প সই করে নেয়। এর পরেও আমার মোটর সাইকেলখানা আটক করিয়া বলে যে, পরবর্তী ২ দিনের মধ্যে বিবাদীগনের দাবীকৃত টাকা তাদেরকে প্রদান না করিলে আমার মোটর সাইকেলখানা আমাকে দিবেনা এবং বিবাদীগন আমার স্বাক্ষরিত ফাঁকা স্ট্যাম্পগুলিতে ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা উল্লেখ করিয়া উক্ত স্ট্যাম্প দ্বারা আমার বিরুদ্ধে মিথ্যা মামলা মোকদ্দমা করিয়া আমাকে জেল হাজত খাটাবে।

পরে তারা আমাকে ছেড় দিলে স্থানীয়দের সহযোগিতায় অপরিচিত লোকের অটোরিক্সাযোগে আমি চিকিৎসার জন্য কালীগঞ্জ হাসপাতালে আসিয়া চিকিৎসা নেই। এবং পরবর্তীতে তাদের নামে থানায় লিখিত অভিযোগ করি।

এ ব্যাপারে কালিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানান,হামিদুর রহমান টিটু একটি অভিযোগ দিয়েছেন তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print