ডিসেম্বর ১, ২০২৫ ১২:২৪ অপরাহ্ণ

পোরশায় ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেফতার

নওগাঁর পোরশায় কোর্টের মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার মশিদপুর ইউনিয়নের ছাতোয়া দক্ষিনপাড়া গ্রামের কফিল উদ্দিনের ছেলে আজিজার রহমান (৪৫) ও তেঁতুলিয়া উইনিয়নের কাশিতাড়া গ্রামের আবুল কালামের স্ত্রী পিয়ারা বেগম (৩৫)।

শুক্রবার দিবাগত রাতে নিজ নিজ বাড়ি থেকে থানা পুলিশ তাদের গ্রেফতার করেন।

পোরশা থানা অফিসার ইনচার্জ শাহীন রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালণা করে ওয়ারেন্টভুক্ত দুই আসামীকে এসআই রাইহান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। তাদের বিরুদ্ধে নওগাঁ কোর্টে বে-সরকারি একটি সংস্থার মামলা রয়েছে। তবে আদালতে হাজিরা না দেওয়ায় তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয় বলে তিনি জানান। শনিবার সকালে গ্রেফতারকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print