ভারতীয় জাল রুপিসহ আটক সেই আ’লীগ নেতার মৃত্যু হয়েছে। নওগাঁ জেলা কারাগারে আটক থাকা ওই হাজতির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এদিকে মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি বিকেল চারটার দিকে নিজ এলাকায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে বলে এলাকাবাসী জানান।
নিহত ব্যক্তির নাম সিদ্দিক হোসেন মোল্লা (৪৫)। তিনি জেলার মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত মজিবর রহমান মোল্লার ছেলে ও পরানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
এর আগে গত মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি পরানপুর এলাকার একটা চায়ের দোকানে ভারতীয় জাল রুপি লেনদেনের সময় সিদ্দিক মোল্লা ও মহাদেবপুর উপজেলা সদরের বাসিন্দা কারিয়াপ্পা চৌধুরীকে গ্রেপ্তার করে মান্দা থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১৩ লাখ ৭৫ হাজার ভারতীয় জাল রুপি উদ্ধার করা হয়। এর পর থেকে তারা দুজনেই নওগাঁ কারাগারে হাজতবাস করছিলেন।
সন্ধ্যা সাড়ে ছয় টার দিকে জানতে চাইলে তাদের আটক ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান। তিনি মুঠোফোনে বলেন, গত কয়েকদিন আগে গোপালপুর বাজারে অভিযান চালিয়ে সিদ্দিক মোল্লা ও কারিয়াপ্পা চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় জাল রুপি উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় সম্প্রতি গ্রেপ্তার দু’জনকে ৩দিনের রিমান্ড নেওয়া হয়েছিল। কিন্তু দুই দিন জিজ্ঞাসাবাদ শেষে ওই দুজনকে আদালতের মাধ্যমে আবারও নওগাঁ কারাগারে পাঠানো হয় বলেও জানান এই কর্মকর্তা। এরপর শুনতে পাই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে জানতে চাইলে নিহত সিদ্দিক হোসেন মোল্লা কারাগারে আটক ছিলেন বলে নিশ্চিত করেছেন নওগাঁ জেল সুপার নজরুল ইসলাম। তিনি মুঠোফোনে বলেন, সিদ্দিক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত রাতে আমি তার মৃত্যুর বিষয়টি জানতে পারি। তিনি কি কারণে মারা গেছেন সেই বিষয়টি নিশ্চিত করতে পারেননি। তবে তিনি অসুস্থ ছিলেন বলে জানান এই কর্মকর্তা।
