ডিসেম্বর ১, ২০২৫ ১২:০৫ অপরাহ্ণ

এটিএম আজাহারুলের মুক্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল এটিএম আজাহারুল ইসলামের মুক্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখা। 

মঙ্গলবার (১৮ ফ্রেব্রুয়ারি) বিকাল ৩ টায় ঠাকুরগাঁও জেলা শহরের পাবলিক ক্লাব মাঠে সমাবেশ শেষে এ বিক্ষোভ মিছিল বের করে ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামী।

সমাবেশে বক্তারা কঠোর হুশিয়ারি উচ্চারণ করেন এবং অবিলম্বে এটিএম আজাহারুল ইসলামকে মুক্তি দিতে হবে অন্যথায় কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন নেতারা।

ঠাকুরগাঁও শহর শাখার ছাত্র শিবিরের সভাপতি মো: আমজাদ আলী বলেন, আমরা আর কোনো হাইকোর্ট দেখতে চাইনা অবিলম্বে এটিএম আজাহারুলকে মুক্তি দিতে হবে অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তিনি।

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির মো. বেলাল উদ্দিন প্রধান বলেন, আমার দেখেছি বর্তমান সরকারের আমলে অনেক আসামির মুক্তি হয়েছে। কিন্তু এটিএম আজহারুল ইসলামের এখনো মুক্তি দেয়া হচ্ছে না তাকে মিথ্যা মামলা দিয়ে বন্দি করে রাখা হয়েছে। তাকে যদি মুক্তি দেয়া না হয় তাহলে আমরা এমন আন্দোলন করবো যাতে আপনারা তাকে মুক্তি দিতে বাধ্য হবেন বলে মন্তব্য করেন তিনি।

এর আগে ১৭ ফেব্রুয়ারি এক বিবৃতিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল সফল করতে নেতা-কর্মী ও সর্বস্তরের মানুষকে আহ্বান জানান সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

সেই কর্মসূচি হিসেবে এই প্রথম আজ ঠাকুরগাঁওয়ের স্মরণকালের সেরা বিক্ষোভ মিছিল করেছে ঠাকুরগাঁও জামায়েত ইসলামী। যেখানে হাজার হাজার নেতাকর্মীরা অংশ নেয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print