নওগাঁর পোরশায় সীঁধ কেটে গোয়াল ঘরে প্রবেশ করে ৭টি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা।
শুক্রবার দিবাগত রাতে উপজেলার ঘাটনগর ইউনিয়নের মৃত মজিবর রহমানের ছেলে আইনুলের বাড়ির গোয়াল ঘরে সীঁদ কেটে প্রবেশ করে চোরেরা গরুগুলি নিয়ে যায়। গরুগুলির আনুমানিক মূল্য প্রায় ৫ লক্ষ টাকা।
এবিষয়ে জানতে চাইলে পোরশা থানা অফিসার ইনচার্জ শাহীন রেজা জানান, চুরির ঘটনাটি তারা শোনেননি। তবে ঘটনা স্থল পরিদর্শন করে ব্যবস্থা নিবেন বলে জানান।
