ডিসেম্বর ১, ২০২৫ ১১:৩৮ পূর্বাহ্ণ

ক্ষুদ্রঋণ ও সামাজিক সুরক্ষা বিষয়ক ষাম্মাসিক কর্মশালায়

৪৭টি শাখার অর্জন ও পূন:পরিকল্পনা তুলে ধরা হলো

শাখার অর্জন ও কর্মপরিকল্পনা তুলে ধরে নওগাঁয় ক্ষুদ্রঋণ ও সামাজিক সুরক্ষা বিষয়ক ষাম্মাসিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ সালের জুলাই থেকে ২৫সালের জানুয়ারি পর্যন্ত অর্জন ও পরবর্তী ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত পূন:পরিকল্পনার অংশ হিসেবে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র এই কর্মশালার আয়োজন করে। 

নওগাঁ, বগুড়া, জয়পুরহাট, নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা জেলাসহ ৪৭ টি শাখা অফিসের অংগ্রহণে মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি সকালে নওগাঁ প্রশিকা মানবিক উন্নয়ন এলাকা কেন্দ্রে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। চলবে বিকেল পর্যন্ত।

প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের পরিচালক জি আজমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের উপ-প্রধান নির্বাহী আব্দুল হাকিম।

প্রশিকা বিদ্যানিকেতনের সভাপতি ও মানবিক উন্নয়ন কেন্দ্রের কেন্দ্র ব্যবস্থাপক জসীম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের পরিচালক রিজুওয়ানুস শামীম রাজীব, পরামর্শক মোদাচ্ছের হোসেন মাসুম, উপ-পরিচালক মিজানুর রহমান, কেন্দ্রীয় ব্যবস্থাপক ফরিদ আহম্মদ, হারুন-অর-রশিদ ও সুজিত কুন্ডু।

কর্মশালায় গত ৬ মাসের অর্জন তুলে ধরেন স্ব স্ব শাখার শাখা ব্যবস্থাপক এবং পরবর্তী ৬মাসের পূন:পরিকল্পনায় করণীয় সম্পর্কে মতামত প্রকাশ করেন। সেই সাথে ‍প্রতিষ্ঠানে উর্দ্ধতনদের কাছ থেকে দিক নির্দেশনা পরামর্শ গ্রহণ করেন। এসময় যেসকল শাখা ব্যবস্থাপক ভালো করেছেন তাদের জন্য হাত তালি দিয়ে উৎসাহ প্রদান করা হয়। অপরদিকে যারা খারাপ করেছেন তাদেরকেও আগামীতে ভালো করার জন্য দিকনির্দেশনা দেওয়া হয়। পরে সন্ধ্যায় এক সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print