ডিসেম্বর ১, ২০২৫ ৭:৪৫ পূর্বাহ্ণ

বগুড়ায় চারটি চোরাই গরুসহ যুবক গ্রেফতার

বগুড়ায় চারটি চোরাই গরুসহ যুবক গ্রেফতার
বগুড়ায় চারটি চোরাই গরুসহ যুবক গ্রেফতার। ছবি: এনসিএন

বগুড়ার শাজাহানপুরে চারটি চোরাই গরু ও ট্রাকসহ রায়হান আলী (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত হলেন, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ডিমশহরের মৃত আলম শেখ ওরফে বেলাল হোসেনের ছেলে রায়হান আলী। এ ঘটনায় গরুর মালিক আব্দুল মমিন (৪৫) বাদি হয়ে ৪জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন।

আজ মঙ্গলবার (৭ জুন) বিকেলে গ্রেফতার ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

থানা পুলিশ সুত্রে জানা যায়, গত সোমবার (৬ জুন) গভীর রাতে উপজেলার খরনা ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মোতাহার আলীর ছেলে আব্দুল মমিনের গোয়ালঘর থেকে ৩টি গাভী ও ১টি বকনা বাছুড় চুরি করে ট্রাকে করে নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে একই ইউনিয়নের দেশমা গ্রামের পাকা রাস্তার পাশে গর্তে ট্রাকের চাকা নেমে গিয়ে আটকা পড়ে যায়। এমতাবস্থায় টহল পুলিশের সদস্যরা উপস্থিত হলে চোরেরা ট্রাক ফেলে পালিয়ে যায়।

এসময় ধাওয়া করে চোর চক্রের সদস্য রায়হান আলীকে আটক করে পুলিশ। খবর পেয়ে গরুর মালিক আব্দুল মমিন এসে গরুগুলো শনাক্ত করেন। এ ঘটনায় গরুর মালিক আব্দুল মমিন বাদী হয়ে ৪ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেফতারকৃত আসামী আন্তজেলা চোর চক্রের সদস্য। মামলা দায়ের শেষে ওই আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়ে দেয়া হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print