ডিসেম্বর ১, ২০২৫ ১১:০৬ পূর্বাহ্ণ

ভুট্টাক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার, নির্যাতনের পর হত্যার অভিযোগ

ঠাকুরগাঁওয়ে ভুট্টাক্ষেত থেকে রুমা আক্তার (৩০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (১৫ মার্চ) দুপুরে জেলা সদরের আউলিয়াপুর ইউনিয়নের ভাতগাঁও ঢলোকালী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, স্থানীয়রা দুপুরে এক নারীর লাশ ভুট্টাক্ষেতে পরে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। পাশাপাশি ঘটনাস্থল থেকে কাপড়, পায়ের জুতাসহ বেশকিছু আলামতও সংগ্রহ করা হয়।

ওই নারীর স্বজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্বামীর সঙ্গে তার ঝগড়া বিবাদ চলছিল। হয়তো তাকে নির্যাতনের পর মেরে ফেলে রাখা হয়েছে। তার এক ছেলে এক মেয়ে সন্তান রয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি তাদের।

এ বিষয়ে ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান, লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পরিবারের স্বজনদের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print