ডিসেম্বর ১, ২০২৫ ১০:৫৯ পূর্বাহ্ণ

পোরশায় বিজিবি কর্তৃক কষ্টি পাথরের মুর্তি উদ্ধার

নওগাঁর পোরশা সীমান্তে ভারতে পাচারের সময় ১৬ বিজিবি টহল দল কর্তৃক কষ্টি পাথরের মুর্তি উদ্ধার করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, নিতপুর বিওপি’র নিতপুর সীমান্ত দিয়ে ভারতে কষ্টি পাথরের বিষ্ণু মুর্তি চোরাচালান হতে পারে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়কের দিক নির্দেশনায় উপ-অধিনায়ক মেজর সুলতান মাহমুদ শেখ, পিএসসি, এর নেতৃত্বে নিতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২৩০/৯-এস হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বালাশহিদ নামক এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে মুর্তিটি উদ্ধার করা হয়।

এসময় টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে ওই স্থান হতে ৬০ কেজি ওজনের ০১টি কষ্টিপাথর সাদৃশ বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত কষ্টিপাথর সাদৃশ বিষ্ণু মূর্তিটি আইনগত ব্যবস্থার মাধ্যমে ব্যাটালিয়ন সদরে রাখা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print