বগুড়ার শিবগঞ্জে ৫ বছর বয়সি এক শিশুকে আম খাওয়ানোর লোভে ডেকে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে।
বুধবার (৯ জুন) দুপুর ১টার দিকে উপজেলার আটমূল ইউনিয়নের নান্দুড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা করেছেন শিশুটির বাবা।
অভিযুক্ত বৃদ্ধের নাম বাবলু মিয়া (৬০)। তিনি আটমূল ইউনিয়নের নান্দুড়া গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার আটমূল ইউনিয়নের নান্দুড়া গ্রামে নিজ বাড়ির পাশে খেলা করার সময় একই গ্রামের প্রতিবেশী বাবলু ওই শিশুকে পাকা আম খাওয়ানোর কথা বলে বাড়িতে ডেকে নিয়ে যায়। বাড়িতে কেউ না থাকার সুযোগে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি কান্না করতে থাকে। এসময় চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে আসলে বৃদ্ধ বাবলু কৌশলে পালিয়ে যায়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস বলেন, ধর্ষণ চেষ্টার বিষয়ে শিশুটির বাবা বাদী হয়ে অভিযুক্ত বাবলুর বিরুদ্ধে থানায় মামলা করেছে। ওই শিশুকে বৃহস্পতিবার সকালে শারীরিক পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার আসামীকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
