ডিসেম্বর ১, ২০২৫ ৭:৪৫ পূর্বাহ্ণ

বগুড়ায় কমিটি নিয়ে বিরোধের জেরে মসজিদ ভাংচুর

বগুড়ায় কমিটি নিয়ে বিরোধের জেরে মসজিদ ভাংচুর
বগুড়ায় কমিটি নিয়ে বিরোধের জেরে মসজিদ ভাংচুর। ছবি: এনসিএন

বগুড়ার শিবগঞ্জে মসজিদের কমিটি নিয়ে বিরোধের জেরে মসজিদে হামলা চালিয়ে দরজা ও জানালা ভাংচুর করা হয়েছে। স্থানীয় থানায় এ সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করেছে বর্তমান মসজিদ কমিটি।

আজ বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

থানার অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আটমূল ইউনিয়নের রামকান্দি ও চককানু গ্রামের শত বছরের পুরাতন শাহী জামে মসজিদ এর কমিটি নিয়ে একই গ্রামের ২টি পক্ষের মধ্যে বিরোধ চলছে।

ওই মসজিদের ২য় তলায় বর্তমান মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব গোলাম ইয়াছিন মসজিদের দরজা জানালা সহ বিভিন্ন নির্মাণ কাজ মিস্ত্রী দ্বারা পরিচালনা করার সময় হঠাৎ করে অপর পক্ষ হেলাল উদ্দিন, আলমগীর হোসেন, মামুন সহ ১০/১৫ জনের একত্রিত হয়ে মসজিদে হামলা চালিয়ে মসজিদের ২য় তলার মেইন গেট ও জানালা, মসজিদে থাকা ড্রাম সহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে প্রায় লক্ষাধিক টাকার মালামাল ক্ষতি সাধন করে।

এ ব্যাপারে অত্র মসজিদ কমিটির বর্তমান সভাপতি আলহাজ্ব গোলাম ইয়াছিন বলেন, দীর্ঘদিন যাবৎ মসজিদের সভাপতি দায়িত্বে রয়েছি, মসজিদের উন্নয়ন ও করেছি প্রতিপক্ষরা অযৌক্তিক ভাবে মসজিদের কমিটি নিয়ে গত ১ মাস পূর্বে ২ দফা সংঘর্ষের ঘটনা ঘটে এবং উভয়পক্ষের নারী পুরুষ সহ ১৫ জন আহত ঘটনা ঘটেছিলো। পুনরায় প্রতিপক্ষরা মসজিদের দরজা জানালা ভাংচুর করে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করেছে।

বিষয়টি সম্পর্কে চককানু গ্রামের অপর পক্ষের আলমগীর হোসেন বলেন, চককানু দক্ষিণ পাড়া বায়তুর নুরে জামে মসজিদ আমরা গত ১মাস যাবৎ নির্মাণ করেছে। যারা মসজিদে হামলা চালিয়ে দরজা জানালা ভাংচুরের ঘটনা ঘটিয়েছে তারা আমাদের লোকজন নয়। কে বা কাহারা এ হামলা চালিয়ে আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে ।

তিনি বলেন, গত ৩০ বছর যাবৎ অত্র মসজিদের সভাপতি হিসেবে গোলাম ইয়াছিন দায়িত্বে থাকার কারণে ইতিপূর্বে মসজিদে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে ।

শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ দীপক কুমার দাস বলেন, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print