ডিসেম্বর ১, ২০২৫ ১০:২৫ পূর্বাহ্ণ

জয় বাংলা স্লোগান দেওয়ায় যুবক আটক; পুলিশের সামনেও দিল একই স্লোগান

Oplus_16908288
Oplus_16908288

জয় বাংলা স্লোগান দেওয়ায় নওগাঁয় বদলগাছীতে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বালুভরা বাজারে এ ঘটনা ঘটে। রবিবার (২০ এপ্রিল) দুপুরের দিকে তাকে আদালতে পাঠানো হয়েছে। 

জয় বাংলা স্লোগান দেওয়া ওই যুবকের নাম রাশেদুল ইসলাম (২৮)। সে উপজেলার বালুভরা ইউনিয়নের খলশি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। এবং আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য।

স্থানীয়রা জানান, রাশেদুল বালুভরা ইউনিয়ন আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য। শনিবার বিকালে হঠাৎ করে তার নিজ এলাকা বালুভরা বাজারে জয় বাংলা স্লোগান দিয়ে ওঠে সে। এরপর স্থানীয়রা জয় বাংলা স্লোগান দিতে নিষেধ করলেও সে তোয়াক্কা না করে স্লোগান দিতে থাকে। পরে স্থানীয় জনগণ গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে রাশেদুল ইসলাম আটক করে থানায় নিয়ে আসে।

বদলগাছী থানার থানার অফিসার ইনচার্জ শাহজাহান আলী বলেন, গত শনিবার সন্ধ্যায় রাশেদুল ইসলাম নামে এক যুবক বালুভরা বাজারে হঠাৎ জয় বাংলা স্লোগান দেয়। স্থানীয়রা পুলিশে খবর দিলে তাকে বালুভরা বাজার থেকে আটক করা হয়। প্রাথমিকভাবে জিজ্ঞাসা করা হলে সে পুলিশের সামনেই জয় বাংলা স্লোগান দিতে থাকে। এবং সে আরো জানায় ‘যতদিন বাঁচবে জয় বাংলা স্লোগান দিবে’। আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print