ডিসেম্বর ১, ২০২৫ ১০:১৪ পূর্বাহ্ণ

শেরপুরে মধ্যরাতে নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ

তৃণমূল পর্যায় থেকে আমাদের ঐক্য তৈরি করতে হবে : বগুড়ায় মামুনুল হক

Oplus_16908288
Oplus_16908288

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মামুনুল হক বলেছেন, তৃণমূল পর্যায় থেকে আমাদের ঐক্য তৈরী করে ইসলাম ও দেশের মর্যাদা রক্ষায় দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। যদিও এখন ঈমান রক্ষায় কঠিন সময়, ঈমানের শক্তিতে বিজয় আমাদের সুনিশ্চিত। সত্যের পতাকা উঁচু করে ধরে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যেতে হবে। কষ্ট আসবে, বাধা আসবে কিন্তু আমরা পিছু হটবোনা।

উত্তরবঙ্গের রংপুর সফর শেষে ঢাকায় ফেরার পথে গত রোববার রাত ১টার দিকে বগুড়ার শেরপুর বাসষ্ট্যান্ড একটি হোটেলে নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি। এ সময় নেতাকর্মী ও সাধারণ জনগণ তাকে ঘিরে রাখেন।

তিনি নেতাকর্মীদের অনুপ্রাণিত হয়ে তাদের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন। তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, মহাসচিক জালাল উদ্দিন আহম্মেদ, যুগ্ম মহাসচিব মাও: শারাফাত হোসাইন, বায়তুল মাল সম্পাদক মাও: ফজলুর রহমান।

এছাড়াও স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা এজাজ উদ্দিন, মাওলানা আব্দুর রহমান মোল্লা, মাওলানা মতিউর রহমান লিটন, মাওলানা রুহুল আমিন, মাওলানা রবিউল ইসলাম, মাওলানা ইসমাইল হোসেন, আবু রায়হান, জাহাঙ্গীর ইসলাম, হাফেজ গোলাম মোস্তফা প্রমুখ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print