বগুড়া জেলা পুলিশের উদ্যোগে শনিবার দুপুরে পুলিশ সদস্যদের অংশগ্রহনের মধ্যে দিয়ে হয়ে গেল মৌসুমী ফল উৎসব।
বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তীর আতিথেয়তায় ফল উৎসবে অংশগ্রহনে করতে পেরে খুশি পুলিশ সদস্যরা।
আম, জাম, কাঠাল, পেয়ারা, লিচু, ডাব, তরমুজ, লটকন, জামরুল, দেশী খেজুর, আনারসসহ প্রায় ২৬ রকমের মৌসমী ফল ছিল এই উৎসবে।
জেলার পুলিশ লাইন্সের ড্রিল চত্তরে অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার বলেন, আমাদের দেশকে ভালোবাসতে হবে। দেশীয় ফলকে চিনতে হবে। বাড়ির সন্তানদের দেশীয় ফলের সাথে পরিচয় করিয়ে দিতে হবে। আমাদের দেশীয় সংস্কৃতিকে ভালোবাসতে হবে। আমরা দেশের ফল খাই। দেশের অর্থ দেশে রাখি। এখানে কেউ প্রধান অতিথি বা বিশেষ অতিথি নেই। এখানে সকলেই অতিথি।
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআইডি পুলিশ শরাফত ইসলাম, পিবিআই পুলিশ সুপার আকরাম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার হায়দার আলী, অতিরক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ, শরাফত ইসলাম, বগুড়া পুলিশ লাইন্স স্কুলস অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু ও মিডিয়া ব্যাক্তিত্বরা উপস্থিত ছিলেন।
