ডিসেম্বর ১, ২০২৫ ৯:৫২ পূর্বাহ্ণ

মাদকের আড্ডায় হানা; তিন জনের কারাদণ্ড

নওগাঁর রাণীনগরে মোবাইল কোর্টের মাধ্যমে তিন মাদক সেবিকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সাথে অর্থদন্ডও করা হয়েছে তাদের। তাদেরকে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।

সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মো. রায়হান।

এর আগে রোববার রাতে উপজেলার আবাদপুকুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে এ কারাদণ্ড প্রদান করেন মোবাইল কোর্টের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান।

কারাদণ্ডপ্রাপ্ত তিনজন হলেন, উপজেলার চকারপুকুর গ্রামের আব্দুর রশিদের ছেলে নূরে আলম (২৭), কালীগ্রাম মুন্সিপুর গ্রামের রশিদুলের ছেলে রমজান আলী (২৬) ও নওগাঁ সদর উপজেলার বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকার জাহিদুল ইসলামের ছেলে জাকির হোসেন (২৩)।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার আবাদপুকুর বাজার এলাকায় মাদকের আড্ডা চলছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে রাণীনগরের এসিল্যান্ড শেখ নওশাদ হাসান থানা পুলিশকে সাথে নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় নেশাগ্রস্থ্য অবস্থায় ওই তিনজনকে হাতেনাতে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং একশ’ টাকা করে জরিমানা করা হয়।

রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, কারাদণ্ডপ্রাপ্ত তিনজনকে রাতেই জেল হাজতে পাঠানো হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print