ডিসেম্বর ১, ২০২৫ ৯:৫২ পূর্বাহ্ণ

লালমনিরহাটে জেলা যুবদলের আহ্বায়ক কমিটি গঠন

লালমনিরহাট জেলা যুবদলের (আংশিক) আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১২মে)  যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এই আংশিক কমিটি অনুমোদন দেন।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এথ্য জানানো হয়।

লালমনিরহাট জেলা যুবদলের আনিছুর রহমান( ভিপি আনিছ) আহ্বায়ক,মো হাসান আলীকে সদস্য সচিব করা হয়েছে।

অপরদিকে লালমনিরহাট জেলা যুবদলেরকমিটির বাকিরা হলেন-  যুগ্ন আহবায়ক নাজমুল হুদা লিমন, যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলম আকন্দ, যুগ্ন আহবায়ক মিজানুর রহমান লাভলুকে করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আগামী ১৫ দিনের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়।

এ বিষয়ে জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান বলেন, কেন্দ্র ঘোষিত লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটি সুন্দর হয়েছে। ১৫দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে পাঠাব। বিগত দিনে যারা আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন। জেল, জুলুম, হামলা, মামলার শিকার হয়েছেন তাদের কমিটিতে মূল্যায়ন করা হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print