ডিসেম্বর ১, ২০২৫ ৯:৫২ পূর্বাহ্ণ

ইউনিয়ন পরিষদের বেদখল হওয়া জায়গা দখলমুক্ত করলো প্রশাসন

নওগাঁর রাণীনগরের খট্টেশ্বর রাণীনগর সদর ইউনিয়ন পরিষদের সরকারি জায়গা অবৈধভাবে দখল করে বাড়ি নির্মাণ কাজ করার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। উপজেলার লোহাচুড়া গ্রামে ইউনিয়ন পরিষদের ওই জায়গা অবৈধভাবে দখলের ঘটনা ঘটে। অবশেষে দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (১৪ মে) বিকেলে বিষয়টি মুঠোফোনে এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান।

এর আগে ইউনিয়ন পরিষদের বেদখল হওয়া সরকারি জায়গা দখলমুক্ত করতে মঙ্গলবার বিকেলে অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে ইউনিয়ন পরিষদের প্রায় ৭ শতাংশ জায়গা অবৈধ দখলমুক্ত করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান।

জানা গেছে, উপজেলার লোহাচুড়া গ্রামের লোহাচুড়া মৌজায় সদর ইউনিয়ন পরিষদের ৫৬ শতাংশ জায়গা (সম্পত্তি) রয়েছে। ওই জায়গাগুলো স্থানীয় কতিপয় লোকজন নানা কৌশলে বিভিন্ন সময়ে অবৈধভাবে দখলে নেয়। সম্প্রতি ওই পরিষদের প্রায় ৭ শতাংশ পরে থাকা (ফাঁকা) জায়গা স্থানীয় রহিদুল ইসলাম ও ফাতেমা নামে দুই ব্যক্তি অবৈধভাবে দখল করে ইটের বাড়ি নির্মাণ কাজ করছিলেন। ঘটনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বাররা জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি জায়গাটি অবৈধ দখলমুক্ত করার উদ্যোগ গ্রহণ করে। এরপর প্রশাসনের পক্ষ থেকে ইউনিয়ন পরিষদের জায়গা অবৈধ দখলমুক্ত করা হয়। সেইসাথে অবৈধ দখলমুক্ত করে সাইনবোর্ড স্থাপন করেন।

রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান বলেন, ইউনিয়ন পরিষদের জায়গাটি অবৈধভাবে দখল করে অনুমতি ছাড়াই স্থানীয় কতিপয় ব্যক্তি স্থায়ী বাড়ি নির্মাণ করছিল। প্রশাসনের পক্ষ থেকে সেখানে অভিযান চালিয়ে চেয়ারম্যান, মেম্বার ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে কাগজপত্রাদি যাচাই শেষে ইউনিয়ন পরিষদের প্রায় ৭ শতাংশ জায়গা অবৈধ দখলমুক্ত করি। এরপর সেখানে সাইনবোর্ড স্থাপন করে ইউনিয়ন পরিষদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তি সিদ্ধান্ত গ্রহণ করবে ইউনিয়ন পরিষদ। এছাড়া ইউনিয়ন পরিষদের বেদখলে থাকা বাকি জায়গাগুলো উদ্ধারের চেষ্টা চলছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print