“নারীর শক্তি, গ্রামের সমৃদ্ধি” এই স্লেগানে নওগাঁয় বিএনপি ঘোষিত সংস্কার কর্মসূচি ৩১দফা ও বেগম খালেদা জিয়ার ঘোষিত ভিশন-২০৩০ এর আলোকে গ্রামীণ নারীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭মে) দুপুরে মহাদেবপুর উপজেলা কৃষকদলের আয়োজনে মহাদেবপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল। এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা।
মহাদেবপুর উপজেলা কৃষক দলের সভাপতি সুলতান মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মতিউর রহমান মতির সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন প্রধান অতিথির সহধর্মিনী ও কবি, লেখক এবং এ্যাকটিভিস্ট মনিরা সুলতানা, বদলগাছী উপজেলা কৃষক দলের সহ-সভাপতি রেজাউল নবী সান্ডুসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে মাহমুদা হাবিবা বলেন, নারীরা আমাদের প্রতিটি আন্দোলনে গত ১৭ বছর বেড়া বা পিলারের দায়িত্ব পালন করেছেন। সমাজে এখন নারীদের ভূমিকা অনেক বেশি। নারীরা যদি সামনে এগিয়ে না আসে তাহলে এই সমাজ অনেক পিছিয়ে পড়বে। তাই নারীরা যেন প্রতিটি ক্ষেত্রে আসতে পারে সেই বিষয়ে দেখার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছে।
প্রাথমিক চিকিৎসার জন্য স্বাস্থ্য কার্ড, কৃষিকাজের জন্য ফার্মাস কার্ড এবং কৃষকরা যেন নায্যমূল্যে তাদের উৎপাদিত ফসল সঠিক মূল্যে বিক্রি করতে পারেন সেই বিষয়ে একটা কার্ড করে দেওয়া হবে বলেও মন্তব্য করেন প্রধান বক্তা।
এছাড়া আগামী নির্বাচন অনেক কঠিন হবে, সেই বিষয়ে সজাগ থাকার আহবান জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্য ফজলে হুদা বাবুল বলেন, বিএনপি ঘোষিত ৩১ দফার মধ্যেই শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানসহ মানুষের মৌলিক অধিকার এবং বাস্তবায়নের পথ দেখানো হয়েছে। বিএনপি বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধ, আধুনিক ও আত্মমর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করার লক্ষ্য নিয়ে ভিশন- ২০৩০ প্রণয়ন করেছে।
তিনি বলেন, ১৭ বছর খুনি হাসিনা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিকদের বিচ্ছিন্ন করতে পারেনি রাজপথ থেকে। আমরা রাজপথের সৈনিক। রাজপথে আছি, রাজপথে থাকবো। আমরা এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য বিন্দুমাত্র ছাড় দিবনা। দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিকরা সদা প্রস্তুত এবং সব সময় অগ্রনী ভুমিকা পালন করবো।
নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, কৃষকদল সাংগঠনিকভাবে অনেক কিছু করেছি। শহীদ জিয়াউর রহমান ও ম্যাডাম খালেদা জিয়ার আদর্শ নিয়ে চলতে হবে।
কোন দালালী চলবে না, যারা নমিনেশন বাণিজ্য করে তাদের রাজনীতি, জিয়ার রাজনীতি নয়। আমরা জনগণকে নিয়ে রাজনীতি করতে আসছি। এদেশের মানুষের সুরক্ষা এবং তাদের অর্থনৈতিকভাবে কিভাবে স্বচ্ছল করা যায়, সেই বিষয়ে চিন্তা করাই বিএনপির রাজনীতি।
আগত নারীদের উদ্দেশ্যে তিনি বলেন, নারীরা অনেক এগিয়ে গেছে। আগামী দিনের রাজনীতি গ্রামীণ মা-বোনদের নিয়ে হবে। তাই নারীদের নিয়ে ইউনিয়নে আলোচনা করা হবে। আগামী দিনগুলোতে নারীদের নিয়ে প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করা হবে।
পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঈদ উপহার হিসেবে ২৭০ জনকে পাঞ্জাবি ও ৫০০ জনকে শাড়ি বিতরণ করা হয়।
