ডিসেম্বর ১, ২০২৫ ৯:৪৫ পূর্বাহ্ণ

দুর্বৃত্তদের হামলায় আহত যুবক হাসপাতালে

নওগাঁর রাণীনগরে দুর্বৃত্তদের খুর ও ছুরিকাঘাতে মাকলুদ হোসেন (২০) নামে এক যুবক আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

রোববার দুপুরে উপজেলার নগরব্রিজ এলাকায় হামলা চালিয়ে ওই যুবককে মারপিট করে আহত করেছে।

হামলাকারী দুর্বৃত্তরা মাকলুদের একটি কানে ছুরিকাঘাত করেছে, খুর দিয়ে আঘাত কোমড়ে ও পাইপ দিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারধর করেছে। এতে গুরুত্বর আহত হয়েছেন মাকলুদ। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দিয়েছেন।

আহত মাকলুদ হোসেন উপজেলার চকাদিন (ত্রিমোহনী) এলাকার ওসমান গুনির ছেলে। সে একজন শিক্ষার্থী।

আহতের চাচাতো ভাই আবু বাসির জানান, মাকলুদ ব্যক্তিগত কাজে নগরব্রিজের পাশের এলাকা পারবাঁকাপুর গিয়েছিল। সেখান থেকে দুপুর ২টার দিকে বাড়ি ফেরার পথে নগরব্রিজের উপর ৮-১০ সন্ত্রাসী মিলে পথরোধ করে মাকলুদের উপর হামলা করে। এ সময় মাকলুদের কানে ছুরিকাঘাত, কোমড়ে খুর দিয়ে আঘাত করাসহ তাকে ব্যাপক মারধর করে রাস্তায় ফেলে রেখে চলে যায় হামলাকারীরা। পরে স্থানীয় লোকজন তাকে দেখতে পেয়ে পরিবারে খবর দেন। এরপর স্থানীয়দের সহযোগীতায় তাকে গুরুত্বর আহত আবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে। এ ঘটনায় দ্রুত হামলাকারীদের আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print