ডিসেম্বর ১, ২০২৫ ৭:৫৫ পূর্বাহ্ণ

বিরামপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-১, আহত-২

বিরামপুরে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২
বিরামপুরে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২। ছবি: এনসিএন

দিনাজপুরের বিরামপুরে সড়ক দূর্ঘটনায় সিএনজির যাত্রী কদর আলী (২৫) নামের একজন নিহত ও অপর দুই যাত্রী গুরত্বর আহত হয়েছে।

শনিবার (১১জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কুচিয়ামোড় নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।

নিহত কদর আলী পার্শ্ববর্তী হাকিমপুর (হিলি) উপজেলার মধ্যেবাসুদেবপুর গ্রামের ছকু মিয়ার ছেলে। আহত অপর দুইযাত্রী বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। আহত দুই যাত্রী হলেন, পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার তেলিপাড়া গ্রামের শামসুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (৪০) ও সাইফুল ইসলামের ছেলে সাগর (১২)। আহত সাইফুল ও সাগর সম্পর্কে পিতা-পুত্র।বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাদ দিয়ে বিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নুর আলম সিদ্দিক বলেন, শনিবার সকালে দিনাজপুরের নবাবগঞ্জ থেকে সিএনজি যোগে বিরামপুর আসার পথে উপজেলার কুচিয়ামোড় নামক স্থানে কুকুরকে সাইড় দিতে গিয়ে সিএনজিটি গাছের সাথে ধাক্কা লেগে সিএনজিতে থাকা ৩ জন গুরুত্বর আহত হয়। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে দ্রুত বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে তাদের মধ্যে কদর আলী এর অবস্থা গুরুত্বর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print