ডিসেম্বর ১, ২০২৫ ৮:৫৩ পূর্বাহ্ণ

গরুর হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে ইজারাদারকে জরিমানা

Oplus_16908288
Oplus_16908288

লালমনিরহাট কালীগঞ্জ উপজেলার চাপারহাট গরুর হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

আজ শুক্রবার (৩০ মে) বিকালে হাট ইজারাদারদের বিরুদ্ধে অভিযানে ৫০০০ হাজার টাকা জরিমানা আদায় করে প্রশাসন।

জানা গেছে, অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা।

স্থানীয়রা জানায়, চাপারহাটে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীদের কাছ থেকে নির্ধারিত টোলের থেকে বেশি অর্থ আদায়ের একাধিক অভিযোগ উঠে আসে। এরই পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে হাটে অভিযান পরিচালনা করে।

অভিযানে ইজারাদারদের সতর্ক করে সরকারি নির্ধারিত টোল তালিকা প্রকাশ্য স্থানে ঝুলিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়, যাতে সাধারণ ক্রেতা-বিক্রেতারা সহজেই টোল সম্পর্কে অবগত থাকতে পারেন।

অভিযান শেষে স্থানীয়রা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এটি একটি সাহসী ও সময়োপযোগী পদক্ষেপ, যা অবৈধ টোল আদায় রোধে সহায়ক হবে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা বলেন, জনসাধারণের ভোগান্তি লাঘবে হাটবাজারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print