ডিসেম্বর ১, ২০২৫ ৮:৪২ পূর্বাহ্ণ

রাণীনগরে জামায়াতে ইসলামীর চেয়ারম্যান প্রার্থী মনোনীত হলেন যারা

Oplus_16908288
Oplus_16908288

নওগাঁর রাণীনগর উপজেলা জামায়াত ইসলামীর মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। বুধবার ৪জুন সকালে উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে এক সভায় উপজেলা চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

আগামীতে উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য জামায়াতে ইসলামীর মনোনীত এসব প্রার্থীদের নাম ঘোষণা করেন জেলা জামায়াতে ইসলামীর আমির খন্দকার আব্দুর রাকিব।

রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী হিসাবে মনোনীত হয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ও বর্তমান জেলা শুরা সদস্য মোস্তফা ইবনে আব্বাস। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মনোনীত হয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি আন্নামা বিনতে আকবর। খট্টেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী হিসাবে উপজেলা জামায়াতে ইসলামীর আমির আনজির হোসেনকে মনোনীত করা হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আনজির হোসেন, সেক্রেটারি শামিনুর ইসলাম শামীম, উপজেলার ৮টি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির, সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print