ডিসেম্বর ১, ২০২৫ ৭:৫৫ পূর্বাহ্ণ

বগুড়ায় বাস-সিএনজির সংঘর্ষে নিহত ২

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বগুড়ার নন্দীগ্রামে বাস-সিএনজির সংঘর্ষে দু’জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ দুপুর ১২টায় নাটোর-বগুড়া মহাসড়কের নন্দীগ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন নন্দীগ্রামের কুস্তা গ্রামের মৃত জসীম উদ্দীনের ছেলে আব্দুল খালেক (৬৫) এবং নাটোরের সিংড়ার কাসুপিয়া গ্রামের আজিমউদ্দীনের ছেলে মোঃ বাবলু মিয়া (৫০)।

নন্দীগ্রাম থানার এস আই তারিকুল ইসলাম জানান, রণবাঘা থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিক্সা নদীগ্রামের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ওমরপুর বাসস্ট্যান্ডে নাটোরগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী মারা যান এবং গুরুতর আহত হন আরও ৩ যাত্রী। তাদেরকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনায় নিহতদের মরদেহ নন্দীগ্রাম থানায় আছে। লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান নন্দীগ্রাম পুলিশ ফাঁড়ির এস আই শহিদুর রহমান। তিনি আরও জানান, ট্রাক ও সিএনজিচালিত অটোরিক্সা পুলিশের হেফাজতে রয়েছে। ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বিস্তারিত আসছে…

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print