ডিসেম্বর ১, ২০২৫ ৮:২৭ পূর্বাহ্ণ

পোরশায় আম চুরির সময় আটক ২ জন নিজেদের সাংবাদিক দাবি

নওগাঁর পোরশায় গভীর রাতে বাগানের আম চুরি করতে এসে দুই ব্যক্তিকে আটক করেছেন থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

আটকৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদরের সংকরবাটি বটতলা গ্রামের নুরুল হুদার ছেলে জাহিদ হাসান (২৭) ও একই এলাকার দাড়িয়াপুর গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে এটিএম বাদরুল আলম (৪৬)।

আটক জাহিদ হাসান নিজেকে চাঁপাইনবাবগঞ্জ মডেল প্রেস ক্লাবের সদস্য ও বাংলা ভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি এবং বদরুল আলম নিজেকে রিপোর্টারস ক্লাবের সভাপতি ও বাংলাদেশ খবর প্রতিদিন অনলাইন পত্রিকার জেলা প্রতিনিধি বলে দাবি করেছেন। তবে এর সত্যতা নিশ্চিত করা যায়নি।

জানাগেছে, মঙ্গলবার দিবাগত গভীর রাতে প্রায় ৩০-৩৫ জনের একটি দলসহ আটকৃত দু’জন ২টি ট্রাক্টর নিয়ে পোরশায় আম চুরি করতে আসে। রাতেই তারা পোরশা উপজেলার ঘাটনগর ইউপির বড়গ্রাম এলাকায় জনৈক সাইদুর রহমানের বাগানের আম চুরি করতে শুরু করে। এসময় বাগানের পাহারাদার টের পেয়ে কৌশলে বাগান মালিক ও স্থানীয়দের বিষয়টি অবগত করেন। খবর পেয়ে বাগান মালিক মোবাইল ফোনে স্থানীয় থানায় ও সেনাবাহিনী সদস্যদের বিষয়টি জানান। এর পরিপ্রেক্ষিতে রাতেই পোরশা থানা অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিকের নেতৃত্বে সেনাবহিনী ও থানা পুলিশ যৌথ অভিযানে পরিচালনা করেন। এতে জাহিদ হাসান ও বাদরুল আলমকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ২টি ট্রাক্টর ও ৭০ক্যারেট আম জব্দ করা হয়েছে

। ঘটনার সত্যতা নিশ্চিত করে পোরশা থানার অফিসার ইনচার্জ আবু বক্কর ছিদ্দিক জানান, এ ঘটনায় বাগান মালিক সাইদুর রহমান বাদী হয়ে থানায় মামলা করেছেন। আটক দুইজনকে বুধবার জেল হাজতে পাঠানো হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print