বগুড়া সদরের বাদুরতলা এলাকায় অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ইতোমধ্যে তার বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতার হলেন, বগুড়া সদরের বাদুরতলা এলাকার মৃত মজিবর রহমানের ছেলে মোঃ আব্দুর রাজ্জাক ওরফে বাবা রাজ্জাক (৬২)।
সোমবার (১৩ জুন) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে সদর থানা পুলিশ।
সদর পুলিশ ফাঁড়ি সূত্র জানিয়েছে, মাদক বিরোধী অভিযানে রোববার (১২ জুন) বেলা ৩টার দিকে শহরের বাদুরতলা বায়তুর মামুর মসজিদের সামনে থেকে ক্রেতা সেজে বাবা রাজ্জাককে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়৷ পরে আসামির বিরুদ্ধে সদর থানায় একটি মাদক মামলা দায়ের কর হয়৷
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে এর আগেও ৩টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে বলেও জানিয়েছে ওই সূত্রটি।
এনসিএন/এআইএ
