ডিসেম্বর ১, ২০২৫ ৭:৫৪ পূর্বাহ্ণ

বগুড়ায় কৃষক হত্যা: ৬ জনের যাবজ্জীবন

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বগুড়ার গাবতলীতে জমি নিয়ে বিরোধের জের ধরে কৃষক কাকিল চন্দ্র মন্ডলকে হত্যার দায়ে ১২ বছর পর ছয়জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।

সোমবার দুপুর ১টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মন্ডল এই রায় দেন। এ সময় দন্ডিতদের ২০ হাজার কর জরিমানাও করা হয়।অনাদায়ে তাদর অতিরিক্ত আরও ছয় মাসর কারাদন্ডের রায় ঘোষণা করেন বিচারক।

দন্ডপ্রাপ্তরা হলেন জেলার গাবতলী উপজলার কৃষ্ণচন্দ্রপুর গ্রামের মাঝিপাড়ার নবদ্বীপ, নিত্যানন্দ, গৌরাঙ্গ, লক্ষ্মীচরণ, রাতেন ও রমনী কান্ত। রায় ঘোষণার সময় দÐিত আসামিরা বিচারকর সামন উপস্থিত ছিলেন।

নিহত কৃষক কাকিল চদ্র মন্ডল ওই এলাকার শ্যামল চদ্র মন্ডলের ছেলে।

এদিন মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) বিনয় কুমার বিশু।

তিনি বলেন, ২০১০ সালর ২৫ মার্চ বিকেলে লাঠি ও রড দিয়ে পিটিয়ে কাকিলকে হত্যা করা হয়। এ ঘটনায় পর তার বাবা শ্যামল চন্দ্র বাদী হয়ে থানায় মামলা করেন।

তিনি আরো বলন, কাকিল ও দন্ডপ্রাপ্ত আসামিরা একই এলাকার বাসিন্দা। তাদর মধ্যে জমিজমা নিয় বিরোধ ছিল। এই বিরোধের জেরে ২০১০ সালের ২৫ মার্চ বিকেলে কাকিলকে পিটিয় হত্যা করে আসামিরা।

আদালত পরিদর্শক সুব্রত ব্যানার্জী জানান, কৃষক কাকিল চদন্দ্র হত্যায় দন্ডপ্রাপ্ত ছয়জন আসামি আদালত উপস্থিত ছিলেন। যাবজ্জীবন রায় ঘোষণার পর তাদের কারাগারে পাঠানো হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print