ডিসেম্বর ১, ২০২৫ ৮:২৮ পূর্বাহ্ণ

মিছিলে যেন আওয়ামী লীগ আসতে না পারে : যুবদল নেতা নুরুল ইসলাম নয়ন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, আপনারা আগে ৫০ জন নিয়ে মিছিল করতে পারেননি, এখন ৫০০ জন নিয়ে করতে পারছেন। আপনারা ৫০ জন নিয়ে করেন আর ৫০০ জন নিয়ে মিছিল করেন, আমাদের কোন আপত্তি থাকবে না। একটা জায়গায় আপত্তি আছে মিছিলে যেন আওয়ামী লীগ আসতে না পারে।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসলে প্রশাসনে নিরপেক্ষতা থাকবে, আইন আদালত থাকবে এবং বিচারও থাকবে। বিএনপি যেমন নিরাপদ থাকবে, যারা বিএনপি করবেনা তারাও নিরাপদ থাকবে। বিএনপি আগামীতে সকলের কাছে নিরাপদ আশ্রয়ে পরিণত হবে।

বৃহস্পতিবার (১৯ জুন) রাত সাড়ে ৭টার দিকে নওগাঁর সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গরিব ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে (পশু) ছাগল বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে তিনি এসব কথা বলেন। যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মাহমুদুস সালেহীনের উদ্যোগে আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়।

যুবদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, তারেক রহমান বিদেশে থাকলেও আমাদের সাথে মিশে আছে। শুধু বাংলাদেশের মানুষকে গনতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য তারেক রহমান আপ্রাণ চেষ্টা করেছেন। তারেক রহমানের ধারাবাহিক সংগ্রামের মাধ্যমে ছাত্র জনতার গনঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা তাকে ফেরত নিয়ে এসে বিচার করতে চাই। তাদের লুন্ঠিত সম্পদ ফিরিয়ে নিয়ে আসবো।

তিনি আরও বলেন, তারেক রহমান যে ইচ্ছে নিয়ে সংগ্রাম করেছেন তা এখনও পূরণ হয়নি। সংস্কারের নামে নির্বাচন পেছানোর পাঁয়তারা করছে একটি মহল। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সংষ্কারের নামে নির্বাচন পেছানোর কোন সুযোগ নেই। আগামী দিনে আমাদের কাঙ্খিত ভোট যেন কেউ বানচাল করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।

নুরুল ইসলাম নয়ন বলেন, গত ১৬ বছর এরকম প্রোগ্রাম কি হয়েছিল? প্রোগ্রাম তো দূরের কথা, কেউ এলাকায় থাকতে পারেননি। বিশেষ করে ছাত্রদলের কেউ পড়াশোনা করতে পারেনি। ছাত্রদল করার কারণে শ্রেণি কক্ষ চেনার আগেই তাকে চিনতে হয়েছে কারাগার।

নয়ন বলেন, গত ১৬ বছর আইন আদালত সব ছিল, কিন্তু কোন বিচার ছিল না। ১৬ বছর র‍্যাব, পুলিশ ছিলো কিন্তু মানুষের নিরাপত্তা ছিলোনা। আমাদের নেতাকর্মীদের তাদের ভয়ে পালিয়ে থাকতে হয়েছে।

তিনি বলেন, ইতোমধ্যে তারেক রহমান ঘোষণা দিয়েছেন বিএনপি যদি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসতে পারে তাহলে প্রথম ১৮ মাসেই এক কোটি জনগণের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। ভবিষ্যতে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে আপনারা রাষ্ট্রের কাছ থেকে অনেক সুযোগ সুবিধা পাবেন।

নুরুল ইসলাম নয়ন আরও বলেন, আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া ব্ল্যাক বেঙ্গল ছাগলের খামারের কথা বলেছিলেন। তিনি গরিব গৃহস্তদেরকে ছাগল পালনের জন্য উৎসাহিত করেছেন। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের প্রতিটি নাগরিককে উদ্বুদ্ধ করেছিলেন যেন ১ ইঞ্চি জায়গাও অনাবাদি না থাকে।

একটা ছোট বাড়ি সেই বাড়ির গৃহস্থরা যেন হাঁস মুরগি পালন করে।

সাপাহার উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুন নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মাহমুদুস সালেহীন, সাবেক কোষাধ্যক্ষ গোলাম মোস্তাফা, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রবি, নওগাঁ জেলা যুবদলের আহবায়ক মাসুদ হায়দার টিপু, সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, যুগ্ম আহবায়ক একেএম রউশন উল ইসলামসহ অন্যরা বক্তব্য রাখেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print