নওগাঁর ধামইরহাট থানা হেফাজত থেকে রক্ষিত এইচএসসি পরীক্ষার ইতিহাস দ্বিতীয় পত্র প্রশ্ন তছনছ কাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনগত শাস্তির দাবিতে মাননবন্ধন করা হয়েছে।
শনিবার (২১ জুন) দুপুর ১২ টার দিকে উপজেলা পরিষদের সামনে উপজেলার সর্বস্তরের ছাত্র-জনতার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এদিকে আসন্ন এইচএসসি পরীক্ষার ইতিহাস দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র বাতিল করেছে রাজশাহী শিক্ষা বোর্ড। এর আগে থানা হেফাজতে থাকা ট্রাংক ভেঙে আসন্ন এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। গত মঙ্গলবার এ ঘটনা ঘটলেও বৃহস্পতিবার বিকালে তা জানাজানি হয়। আর শুক্রবার এ ঘটনায় জেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এরপর সেই প্রশ্নপত্র বাতিল করে নতুন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আ ন ম মোফাখখারুল ইসলাম। এঘটনায় দায়িত্বপ্রাপ্ত একজন এসআই ও একজন কনস্টেবলকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করেছে পুলিশ সুপার।
এছাড়া ঘটনার পর বৃহস্পতিবার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া আফরিনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে আরও একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
এদিন অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, থানায় অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মালেক যোগদানের পর থেকে এলাকায় চুরি, মাদকের ব্যাপকতা বৃদ্ধি পেয়েছে। ফলে উপজেলায় আইনশৃঙ্খলার পরিস্থিতি ব্যাপক অবনতি হয়েছে। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলাবার রাতে থানা হেফাজতে থাকা এইচএসসি’র প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে। দায়িত্বে অবহেলায় ও প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দায়িত্বে অবহেলা থানার ওসি আবদুল মালেকের অপসারণসহ জড়িতদের বিরুদ্ধে দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন ছাত্র জনতা।
মানববন্ধন শেষে একটি র্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা ভবনের সামনে অবস্থান কর্মসূচির মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, ধামইরহাট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিফ আরাফাত অভি, এনসিপি নওগাঁ জেলা সমন্বয়ক কমিটির সদস্য আব্দুর রহমান, নুর আলম, ধামইরহাটের ছাত্র প্রতিনিধি রিফাতুল হাসান চৌধুরী সৈকত, আলমগীর হোসেন আরাফ, উপজেলা ছাত্রদল নেতা উমর ফারুক রোমন, পৌর ছাত্রদল নেতা মওদুদ আহম্মেদ, ফয়সল আহমেদ, কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাকিম, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সজীব, ইসলামী ছাত্র আন্দোলন ধামইরহাট শাখার সভাপতি কাওসার আহমেদ, ছাত্র অধিকার পরিষদ ধামইরহাট উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক শাকিল হোসেন প্রমুখ।
উল্লেখ, গত মঙ্গলবার (১৭ জুন) রাতে ধামইরহাট থানার হাজতে থাকা এক আসামি ট্রাংকের সিলগালা উঠিয়ে তালা খুলে ফেলেন। এরপর ট্রাংকের ভেতরে থাকা প্যাকেটবন্দী প্রশ্নপত্র বের করে সেগুলো ছড়িয়ে ফেলেন এবং দুইটি প্রশ্নপত্র ছিঁড়ে ফেলেন।ও থানা হেফাজতে থাকা এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র রাখার একটি ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই ছবি থেকে দেখা যায়, ধামইরহাট থানা হেফাজতে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার জন্য প্রশ্নপত্র রাখা হয়েছে একটি সিলগালা করা ট্রাংকের মধ্যে। যার দুটি তালা ভেঙ্গে ফেলা হয়েছে। এতে রাখা রাজশাহী শিক্ষাবোর্ডের ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্রের একটি
সেটের কয়েকটি ছেড়া ও কয়েকটি ভালো অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে।
এ বিষয়টি জানাজানি হলে জেলা প্রশাসক ও পুলিশ সুপার পৃথক দুইটি তদন্ত কমিটি গঠন করে দেন। বাতিল করা হয়েছে সেই প্রশ্ন পত্র, আগামী ১৯ জুলাই হতে যাওয়া ইতিহাস দ্বিতীয় পত্রের পরীক্ষাটি বিভাগের আট জেলায় বিকল্প প্রশ্নপত্রে নেওয়া হবে। করা হয়েছে দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার। দ্রুত ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার কাজ শুরু করছে তদন্ত কমিটি। সর্বশেষ জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
