ডিসেম্বর ১, ২০২৫ ৭:৫৩ পূর্বাহ্ণ

ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্য সহকারীদের, ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি

Oplus_16908288
Oplus_16908288

৬ দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্য সহকারীরা অবস্থান কর্মসূচি পালন করেছে। এ সময় সকাল ৮ টা থেকে দশটা পর্যন্ত ২ ঘণ্টা ব্যাপি কর্মবিরতিও পালন করেছে তারা।

মঙ্গলবার ( ২৪ জুন) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন সদর উপজেলা শাখার আয়োজনে এই অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

তাদের ৬ দফা দাবিগুলো হলো, স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগ বিধি সংশোধন পূর্বক স্নাতক সমমানসংযুক্ত করে ১৪ তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১ তম গ্রেডে উন্নীতকরণ টেকনিক্যাল পদমর্যাদা প্রদানসহ, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, তাদের যে ছয় দফা দাবি রয়েছে সেগুলো মেনে নেওয়া না হলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে। অবিলম্বে সরকারকে এই ৬ দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়েছে তারা।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন সদর উপজেলা শাখার সভাপতি মশিউর রহমান, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক জেসমিন নাহার লাকি, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, ফজলে রাব্বি, আফরোজা মুনমুনসহ অন্যান্যরা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print