ডিসেম্বর ১, ২০২৫ ৭:৫৩ পূর্বাহ্ণ

ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত; ৮-৭ গোলে চ্যাম্পিয়ন মান্দা

নওগাঁয় জেলা প্রশাসক (ডিসি) গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। খেলায় ট্রাইব্রেকারে ৮-৭ গোলে নওগাঁ সদর উপজেলা ফুটবল একাদশ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মান্দা উপজেলা ফুটবল একাদশ।

মঙ্গলবার (২৪ জুন) বিকেল ৪টায় নওগাঁ জেলা স্টেডিয়াম মাঠে এ ফাইনাল খেলা শুরু হয়। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় গোলে ১-১ গোলে ড্র হয়। পরে অতিরিক্ত ৩০ মিনিট খেলা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত সময়েও কোনো গোল না হওয়ায় ট্রাইব্রেকারে খেলার ফলাফল নির্ধারিত হয়। ট্রাইব্রেকারে পাঁচটি করে শটেও ৪-৪ গোলে ড্র হয়। পরে উভয়পক্ষ আরও তিনটা করে শট নেয়। পরিশেষে মান্দা উপজেলা ফুটবল ৮-৭ গোলে নওগাঁ সদর উপজেলা একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরষ্কার বিতরণ করেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। তিনি বিজয়ী দলের হাতে এক লাখ ও বিজিতদলের হাতে ৫০ হাজার টাকা তুলে। এছাড়াও উৎসাহমূলক সেরা খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার, নওগাঁ জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম ধলু, অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, এ এইচ ইরফান উদ্দিন আহমেদ, নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনুল আবেদীন, মান্দার ইউএনও শাহ আলম মিয়া, রাণীনগর ইউএনও রাকিবুল হাসান প্রমুখ।

ফুটবলের জনপ্রিয়তাকে তৃণমূল ছড়িয়ে দিতে নওগাঁ জেলার ১১ উপজেলা ফুটবল একাদশের অংশগ্রহণে নক আউট পর্বের এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। গত ২৫ মে নওগাঁ জেলা স্টেডিয়াম মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। জেলা স্টেডিয়াম মাঠ ছাড়াও মহাদেবপুর মিনি স্টেডিয়াম ও বদলগাছী মিনি স্টেডিয়াম মাঠে টুর্নামেন্টের বিভিন্ন পর্বের খেলা অনুষ্ঠিত হয়। এর টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনা ছিল জেলা ক্রীড়া সংস্থা।

খেলায় ছিল দর্শকদের উপচে পড়া ভীড়। হাজার হাজার ফুটবল প্রেমী বৃষ্টি উপেক্ষা করে খেলা উপভোগ করেন। এবং এধরণের খেলা বারবার আয়োজনের জন্য অনুরোধ জানান তারা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print