ডিসেম্বর ১, ২০২৫ ৭:৪৪ পূর্বাহ্ণ

ব্যাপক নিরাপত্তায় আদালতে সাবেক এমপি বিপ্লব, সাত দিনের রিমান্ড

মুন্সিগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনর সজল হত্যা মামলায় সাবেক এমনি ফয়সাল বিপ্লবের জামিন নামঞ্জুর করে ৭ দিনের রিমাণ্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় তাকে মুন্সিগঞ্জ আদালতে আনা হয় তাকে। 

এসময় পুলিশ ১০দিনের রিমাণ্ড আবেদন করলে শুনানি শেষে মুন্সিগঞ্জের ১ নম্বর আমলী আদালতের বিচারক আশিকুর রহমান এই আদেশ দেন। জামিন এবং রিমাণ্ড নামঞ্জুরের আবদেন নিয়ে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট শাহিন মো. আমানুল্লাহ ও অ্যাডভোকেট হাসান মৃধা। আর রাষ্ট্র পক্ষে কোর্ট ইন্সপেক্টর ছাড়াও পিপি অ্যাডভোকেট আব্দুল হালিম ও এপিপি নুর হোসেন রিমােণ্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। প্রায় ২০ মিনিট রিমাণ্ড শুনানি হয়।

এদিকে বিশৃঙ্খলা এড়াতে আদালত প্লাঙ্গনে সেনাবাহিনী ও পুলিশ কঠোর নিরাপত্তায়।

অন্যদিকে বিপ্লবের সর্বোচ্চ বিচারে দাবিতে, আদালত এলাকায় বিক্ষোভ ও পরে কুশপুত্তলিকা দাহ করা হয়। এতে অংশনেয় ছাত্রদল-যুবদল সহ বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা। তারা মুন্সীগঞ্জে ৪ আগস্টের সহিংসতার জন্য তাকে দায়ী করা হয়। বিক্ষোভকারীরা বলেন, সাধারণত সকাল ১০ টার আগে আদালতের কার্যক্রম শুরু হয় না। তাই কিন্তু এত আগে বিপ্লবকে আদালতে আনার বিষয়েও প্রশ্ন তোলেন তারন।

প্রসঙ্গত, গত ২২ জুন রাতে রাজধানীর মনিপুরী পাড়া থেকে গ্রেফতার হন মুন্সীগঞ্জ- ৩ আসনের সাবেক এই সংসদ সদস্য। পরে ২৩ জুন ঢাকার আদালতে তোলা হয়৷

এর পর ৩০ জুন (সোমবার) মুন্সীগঞ্জ কারাগারে আনা হয়। মুন্সীগঞ্জে গত বছরের ৪ আগস্টের সহিংসতায় তিন জন নিহত হন। এই তিনটি হত্যা মামলা ও আরও দুইটি হত্যার চেষ্টা মামলার প্রধান আসামি ফয়সাল বিপ্লব৷

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print