ডিসেম্বর ১, ২০২৫ ৭:৪৫ পূর্বাহ্ণ

ওষুধ থাকা সত্ত্বেও ঠাকুরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ পাচ্ছে না রোগীরা

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় খাবার ও ওষুধ নিয়ে নানা অনিয়ম ধরা পড়েছে তাদের কাছে।

বুধবার (১ জুলাই) দুপুরে নিম্নমানের খাবার পরিবেশন এবং হাসপাতালে মজুত ওষুধ রোগীদের না দিয়ে বাইরের দোকান থেকে সংগ্রহে বাধ্য করার অভিযোগে এই অভিযান পরিচালনা করেন তারা।

দুদকের সমন্বিত ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আজমির শরিফ মারজীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। ছদ্মবেশে অভিযান শুরু করে তারা হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং ভর্তি রোগীদের সঙ্গে কথা বলেন।

অভিযান শেষে দুদক কর্মকর্তা মো. আজমির শরিফ মারজী সাংবাদিকদের বলেন, হাসপাতালে এনফোর্সমেন্ট অভিযান চালানো হয়। এ সময় রান্নাঘর, গুদামঘর এবং বহির্বিভাগ ঘুরে দেখা হয়। রোগীদের দেয়া খাবার নিম্নমানের এবং ডায়েট চার্ট অনুযায়ী নয় বলে নিশ্চিত হওয়া গেছে।এছাড়া হাসপাতালের গুদামে প্রয়োজনীয় ওষুধ মজুত থাকলেও রোগীদের তা না দিয়ে ডাক্তাররা বাইরের দোকান থেকে সংগ্রহ করতে বলছেন বলে অভিযোগের সত্যতা মিলেছে।

তিনি আরও জানান, কিছু রোগ নির্ণয়ের যন্ত্রপাতি দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে থাকায় রোগীদের বাইরের ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে বেশি খরচে পরীক্ষা করাতে হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত করে সংশ্লিষ্ট দফতরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পত্র পাঠানো হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print