ডিসেম্বর ১, ২০২৫ ১০:৫৪ পূর্বাহ্ণ

বগুড়ার ধুনটে যুবকের রহস্যজনক মৃত্যু; গলায় মুখে আঘাতের চিহ্ন

বগুড়ার ধুনটে রাসেল মিয়া (১৯) এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। রাসেল উপজেলার চিকাশী ইউনিয়নের জোড়শিমুল গ্রামের নয়ন মিয়ার ছেলে।

স্থনীয়রা জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে রাসেল অজ্ঞান অবস্থায় জোড়শিমুল বাজারের একটি রাস্তার উপর পড়ে ছিল। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাতেই বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২ টার দিকে রাসেল মিয়া মারা যায়।

নিহত রাসেলের বাবা নয়ন মিয়া জানান, কে বা কাহারা আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে মারধর ও শ্বাসরোধ করেছিল এতে সে অজ্ঞান অবস্থায় পড়ে ছিল। আমার ছেলের গলা ও মুখে অসংখ্যা আঘাতের চিহ্ন রয়েছে। লাশের ময়নাতদন্ত ও দাফন শেষে রাতে থানায় মামলা করবেন।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, বিষয়টি অবগত হওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। লিখিত অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print