বগুড়ার শেরপুরে লিভানা হজ্জ গ্রুপের উদ্যোগে ৫ শতাধিক হাজীদের অংশগ্রহণে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ জুলাই) দুপুরে শেরপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে লিভানা হজ্জ গ্রুপের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে লিভানা হজ্জ গ্রুপের চেয়ারম্যান মোঃ আবুল খায়েরের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন শেরপুর শহীদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা হাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবলাগাড়ী হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম আব্দুর রহমান মোল্লা, শেরপুর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান এম এ হালিম, উলিপুর মাদ্রাসার মাওলানা সাইফুল ইসলাম, শেরপুর প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের, বগুড়া জেলা ইনচার্জ আব্দুল ওহাব, লিভানা হজ্জ গ্রুপের শেরপুর জোন ইনচার্জ মাও সাইফুল ইসলাম, শাজাহানপুর উপজেলা ইনচার্জ আবু বক্কর সিদ্দিক, মোয়াল্লেম আব্দুল ওয়াহাব সহ লিভানা হজ্জ গ্রুপের ৫ শতাধিক হাজী ও শুভানুধ্যায়ী।
লিভানা হজ্জ গ্রুপের চেয়ারম্যান মোঃ আবুল খায়ের বলেন, “হজ্জ ও ওমরাহ ব্যবস্থাপনায় আমরা সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। হাজীদের সন্তুষ্টি এবং তাদের পূর্ণাঙ্গ সেবা দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।”
সম্মেলনে হাজীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয় এবং হজ্জ ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
