ডিসেম্বর ১, ২০২৫ ১১:০৩ পূর্বাহ্ণ

পুণ্ড্র ইউনিভার্সিটিতে ‘স্টার্টআপ অ্যান্ড ইনোভেশন’ সেমিনার

Oplus_16777216
Oplus_16777216

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা ও উদ্ভাবনী চিন্তাকে উৎসাহ দিতে পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (পিইউবি) ‘স্টার্টআপ অ্যান্ড ইনোভেশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এই সেমিনার আয়োজন করে পিইউবি স্টার্টআপ চ্যাপ্টার।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন পিইউবি ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ড. হোসেনে-আরা বেগম। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. চিত্তরঞ্জন মিশ্র।

সেমিনারে বক্তারা নতুন উদ্যোক্তাদের জন্য সহায়ক দিকনির্দেশনা তুলে ধরেন। তারা বলেন, স্টার্টআপ যাত্রায় কীভাবে শুরু করতে হবে, কোথায় সহযোগিতা পাওয়া যায় এবং সাধারণত কী ভুলগুলো করা হয়—তা বুঝে নেওয়া জরুরি।

সেমিনারে অতিথি বক্তা হিসেবে অংশ নেন— বর্ণএআই-এর কো–ফাউন্ডার তাহমিদ রহমান, আইডিয়া’র হেড অব অপারেশন সিদ্ধার্থ গোস্বামী, স্টার্টআপ এশিয়ার পরিচালক মাহমুদুল হাসান, আইবিএম-এর টেকনিক্যাল ডিরেক্টর মো. হাসান মাহবুব, সিমকুবেটর-এর মার্কেটিং ও অ্যালামনাই বিভাগের প্রধান ডারিয়া লিউস, কৃষি স্বপ্নের প্রতিষ্ঠাতা ও সিইও সৈয়দ জুবায়ের হাসান, বুমডেভস এলএলসি-এর সিইও মোহাম্মদ রবিন, ড্রাগন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুস্তফা কামরুস সোবহান, অ্যাকসেলারেটিং বাংলাদেশ-এর রেসিডেন্ট মেন্টর প্রসুণ বেপারী।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. রফিকুল আহসান, রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ, বিভাগীয় প্রধান, প্রক্টর, ছাত্রকল্যাণ উপদেষ্টা, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

আয়োজকেরা জানান, ভবিষ্যৎ উদ্যোক্তা গড়ে তুলতে নিয়মিত এমন আয়োজন অব্যাহত থাকবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print