ডিসেম্বর ১, ২০২৫ ৭:৩৩ পূর্বাহ্ণ

এসএসসি ও সমমানে পাসের হারে শীর্ষে রাজশাহী, পিছিয়ে বরিশাল

Oplus_16777216
Oplus_16777216

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর দুইটায় এই ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলে দেখা যায় পাসের হারে শীর্ষে রয়েছে রাজশাহী শিক্ষা বোর্ডে। আর সর্বনিম্ন পাসের হার বরিশাল বোর্ডে।

প্রকাশিত ফলাফলের হিসেব বলছে, এবারের সম্মিলিত পাসের হার ৬৮.৪৫ শতাংশ। ২০২৪ সালে এই হার ছিল ৮৩.০৪ শতাংশ।

পাসের হার বিবেচনায় শীর্ষে রাজশাহী বোর্ড। এই বোর্ডে ৭৭.৬৩ শতাংশ শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। এরপর রয়েছে যশোর বোর্ডে ৭৩.৬৯ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৭২.০৭ শতাংশ, সিলেট বোর্ডে ৬৮.৫৭ শতাংশ, ঢাকা বোর্ডে ৬৭.৫১ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৬৭.০৩ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৬৩.৬০ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে ৫৮.২২ শতাংশ। সবচেয়ে কম পাসের হার বরিশাল বোর্ডে ৫৬.৩৮ শতাংশ।

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ১০ এপ্রিল। পরীক্ষা শেষ হয় ১৩ মে। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত-অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print