ডিসেম্বর ১, ২০২৫ ৮:১০ পূর্বাহ্ণ

এরুলিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়

এরুলিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়
এরুলিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়। ছবি: এনসিএন

মঙ্গলবার বগুড়া সদরের এরুলিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের, অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের বিদায় সংবর্ধনা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এদিন অত্র প্রতিষ্ঠানে প্রধান অতিথি শিক্ষক গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া চেম্বার অব কমার্সের সহ-সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ এবং প্রতিষ্ঠানের সভাপতি সম্পাদক মাফুজুল ইসলাম রাজ।

তিনি বলেন, ভালভাবে পড়ালেখা করলে ভাল ফলাফল অর্জন করা সম্ভব। এজন্য প্রত্যেক ছাত্র-ছাত্রীদের একটাই উদ্যেশ্য হওয়া উচিৎ সময়কে মূল্য দিয়ে ভালভাবে পড়ালেখা চালিয়ে যাওয়া। সেই সাথে পিতামাতা সহ মুরব্বীদের সর্বদায় সস্মান করা।

এসময় বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য এনামুল হক, লোকমান আলী, আব্দুস সালাম মানিক, নুরুজ্জামান রায়হান, ছাত্র/ছাত্রীদের মাঝে বক্তব্য রাখে বিদায়ী শিক্ষার্থী রিয়া খাতুন,সুমাইয়া খাতুন, রাকিব ও বুলবুল সহ প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক ও অতিথিবৃন্দ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print