ডিসেম্বর ১, ২০২৫ ১০:৫১ পূর্বাহ্ণ

ধুনটে হাতকড়া সহ পালানো আসামি অবশেষে পুলিশের জালে ধরা

Oplus_16777216
Oplus_16777216

বগুড়ার ধুনটে পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়া সহ পালিয়ে যাওয়া ওয়ারেন্টভুক্ত আসামি অসীমকে ২৪ ঘন্টার মধ্যেই গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের বড়বিলা গ্রামের এক আত্মীয় বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত অসীম একই ইউনিয়নের গুয়াডহরী গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে।

জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে গোসাইবাড়ী ইউনিয়নের গুয়াডহুরী গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে হত্যাচেষ্টা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি অসীমকে (৩০) গ্রেপ্তারের জন্য ধুনট থানার এএসআই আশরাফুল ইসলাম ও কনস্টেবল আব্দুল খালেক তার বসবাড়ীতে অভিযান পরিচালনা করেন। অভিযানে আসামী অসীমকে আটক করে হাতকড়া পড়ানোর সময় অসীমের মা ও স্ত্রী পুলিশের উপর হামলার করে। এসময় তারা দেশীয় অস্ত্র দিয়ে উপর্যুপরি পেটাতে থাকেন। পরবর্তীতে আসামী অসীমও পুলিশ সদস্যদের উপর্যুপরি মারধর করে। একপর্যায়ে সুযোগ বুঝে হাতকড়া পড়া অবস্থায় আসামী অসীম পালিয়ে যায়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে এবং অসীমের মা শিউলি বেগমকে আটক করে। এঘটনায় পুলিশ বাদি হয়ে তিনজনকে আসামি করে থানায় একটি মামলা করেছেন। এঘটনার পরপরই পুলিশ পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে নজরদারি শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে অসীম উপজেলার বড়বিলা গ্রামে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছে। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে শুক্রবার দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে অসীমকে ২৪ ঘন্টার মধ্যেই গ্রেপ্তার করতে সক্ষম হয়।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, পুলিশের উপর হামলা করে হাতকড়া সহ পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারের পর শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print