বগুড়ার শাজাহানপুর থানায় দায়েরকৃত হত্যা ও বিস্ফোরক মামলার আসামি কে.এম ইজহারুল ইসলাম (৪২)কে গ্রেফতার করেছে পুলিশ।
তিনি শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
শনিবার (১৩ জুলাই) দুপুর আনুমানিক ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শাজাহানপুর রেজিস্ট্রি অফিস সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
ইজহারুল ইসলাম উপজেলার গন্ডগ্রাম ফকিরপাড়া এলাকার মোঃ জিল্লুর রহমানের ছেলে।
মামলাটি ২০২৪ সালের ১ নভেম্বর শাজাহানপুর থানায় দায়ের করা হয়। মামলার নম্বর-০১, জিআর নম্বর-৩২৪/২০২৪।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম।
