ডিসেম্বর ১, ২০২৫ ১০:৩৬ পূর্বাহ্ণ

ধুনটে দুইটি নাশকতা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার ধুনটে পৃথক দুইটি নাশকতা মামলায় গোলাম মুহিত চান (৪২) নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার ১৫ জুলাই সকাল ৭ টার দিকে পৌর শহরের দক্ষিণ অফিসার পাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত গোলাম মুহিত চাঁন প্রয়াত আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলীর ছেলে ও উপজেলা যুবলীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ।

জানা যায়, গত ২০২২ সালের ৩০ মে ধুনট বাজারে হোটেল আরাফাতের দ্বিতীয় তলায় বিএনপির দলীয় কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া মাহফিল চলছিল। দোয়া মাহফিল চলাকালিন বেলা ১১টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা অতর্কিত ভাবে বিএনপির কার্যালয়ে প্রবেশ করে দোয়া মাহফিলে হামলা চালিয়ে নেতাকর্মীদের মারধর, কার্যালয় ভাংচুর ও ব্যানারে আগুন জ্বালিয়ে দিয়ে উল্লাস করতে থাকে।এঘটনায় ২০২৪ সালের ১২ নভেম্বর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালেক মন্ডলের ছেলে যুবদল নেতা ইমদাদুল হক রনি বাদী হয়ে আওয়ামী লীগের ৬১ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ৬০ জনের বিরুদ্ধে মামলা একটি দায়ের করে। অপরদিকে ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারী সন্ধ্যা রাতে ধুনট শহরের শহিদ মিনার চত্বরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সংঘবদ্ধ ভাবে উপস্থিত হয়ে জয় বাংলা শ্লোগান দিয়ে মশাল মিছিল করতে থাকে। এ সময় যুবদল নেতা রিপন শেখ ও তার লোকজন তাদের বাঁধা দেয়। তখন মশাল মিছিলকারীরা যুবদল নেতার দিকে ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। অবস্থা বেগতিক ভেবে যুবদল নেতা ও তার লোকজন ঘটনাস্থল ত্যাগ করে। এঘটনায় ১৯ ফেব্রুয়ারী আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯৬ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৬০-৭০ জনকে আসামি করে মামলা দায়ের করেন যুবদল নেতা রিপন শেখ। এই দুইটি মামলায় যুবলীগ নেতা গোলাম মুহিত চান এজাহার়ভুক্ত আসামি হওয়ায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

ধুনট থানার অফিসার ইনচার্জ সাইদুল আলম জানান, মঙ্গলবার গ্রেপ্তারের পর গোলাম মুহিত চানকে আদালতে পাঠানো হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print