ডিসেম্বর ১, ২০২৫ ৭:১৫ পূর্বাহ্ণ

অসুস্থ বাবাকে দেখা হলো না ছেলের, লাশ হয়ে ফিরলেন একই পরিবারের ৩ জন

Oplus_16777216
Oplus_16777216

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের মা-বাবা ও সন্তানসহ ৫ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে গাজিপুর জেলার কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বড়চালা নামক এলাকায় কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষের এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ইসলামপুর (ঈশ্বরঘাট) গ্রামের ছাবেদ আলীর ছেলে জাহিদুল ইসলাম (৩৮), তার স্ত্রী নাসরিন আক্তার (২৭), সন্তান আবু হুরাইরা (১৪) বলে নিশ্চিত করেছেন কালেরপাড়া ইউপি সদস্য আব্দুর রশিদ। অপর ২ জনের মধ্যে একজন অন্য যাত্রী ও সিএনজি চালক।

জানা যায়, জাহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে গাজিপুর এলাকায় পোষাক কারখানায় চাকুরি করে আসছে। তার বাবা ছাবেদ আলী অসুস্থ হওয়ায় ঘটনার দিন জাহিদুল তার পরিবার নিয়ে গ্রামের বাড়িতে আসতে ছিলেন। পথিমধ্যে মাওনা থেকে একটি বড়চালা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই দুইজন মারা যান। গুরুতর আহত অবস্থায় বাকি যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও তিনজনের মৃত্যু হয়।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, চালকসহ নিহত ৫ জনের মধ্যে ৩ জন ধুনটের একই পরিবারের সদস্য।ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print