ডিসেম্বর ১, ২০২৫ ১০:৩০ পূর্বাহ্ণ

বগুড়ায় সাবেক কাউন্সিলর যুবলীগ নেতা আমিনুলের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর

Oplus_16777216
Oplus_16777216

গত বছরের ৪ আগস্ট বগুড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত কমরউদ্দিন বাঙ্গি হত্যা মামলায় গ্রেপ্তার বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা আমিনুল ইসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২০ জুলাই) বগুড়া জেলা ও দায়রা জজ আদালতে মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর কবির আমিনুলের সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক মেহেদি হাসান পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে সেলিম ও আব্দুল মান্নান হত্যা মামলায় তাকে হাজতি পরোয়ানায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল বাছেদ জানান, “কমরউদ্দিন বাঙ্গি হত্যা মামলার পাশাপাশি গ্রেপ্তার আমিনুল ইসলামের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এসব হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।”

এর আগে শনিবার (১৯ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার গুলশান এলাকায় অভিযান চালিয়ে বগুড়া ডিবি পুলিশের একটি দল আমিনুল ইসলামকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আমিনুল ইসলাম বগুড়া শহরের নিশিন্দারা এলাকার মৃত আব্দুল লতিফ মণ্ডলের ছেলে। তিনি বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, জেলা বাস-মিনিবাস ও কোচ মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং নিষিদ্ধ ঘোষিত যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পাশাপাশি তিনি শাহ ফতেহ আলী পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করতেন।

তার বিরুদ্ধে বিএনপি নেতা অ্যাডভোকেট মাহবুব আলম শাহীন হত্যা মামলাসহ মোট ২১টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print