ডিসেম্বর ১, ২০২৫ ৭:১৫ পূর্বাহ্ণ

ঢাকায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদীর শোকবার্তা: আশ্বাস দিলেন পাশে থাকার 

রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিয়োগান্তক এই দুর্ঘটনায় বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করে তিনি ভারতের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।

সোমবার সন্ধ্যায় নরেন্দ্র মোদী তাঁর এক্স হ্যান্ডলারে এক পোস্টে এ কথা বলেন। এছাড়াও একই দিন এই তথ্য নিশ্চিত করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনও।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, ‘ঢাকায় একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত ও দুঃখিত বোধ করছি, যেখানে মৃতদের মধ্যে অনেকেই তরুণ শিক্ষার্থী। পরিবারগুলোর জন্য আমাদের হৃদয় শোকাহত। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। ভারত বাংলাদেশের সাথে সংহতি প্রকাশ করছে এবং সম্ভাব্য সকল সহায়তা ও সহযোগিতা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে।’

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print