ডিসেম্বর ১, ২০২৫ ৭:০৮ পূর্বাহ্ণ

মাইলস্টোন ট্যাজেডি: ঢাকায় চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে ভারতীয় মেডিকেল টিম

Oplus_16777216
Oplus_16777216

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহতদের চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বাংলাদেশে আসা ভারতীয় মেডিকেল টিম। শুক্রবার (২৫ জুলাই) ঢাকাস্থ ভারতীয় দূতাবাস সূত্র এ তথ্য জানায়।

দলটি ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ডাক্তারদের সাথে দ্বিতীয় দফা পরামর্শ করেছে, কিছু রোগীর সাথে দেখা করেছে এবং তাদের আরোগ্যের গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করেছে। এছাড়াও দলটি ইনস্টিটিউটের ডাক্তারদের সাথে ব্যবস্থাপনা প্রোটোকল সম্পর্কে আলোচনা করেছে এবং চিকিৎসা পদ্ধতির জন্য গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করেছে।

২১ জুলাই ঢাকায় বিমান দুর্ঘটনার মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতের প্রধানমন্ত্রী সহায়তার আশ্বাস দেন। এরপর বুধবার ভারতীয় চারজন চিকিৎসক ও নার্স ঢাকায় আসেন। এর আগে গত ২১ জুলাই সোমবার ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়। তারপর থেকেই জাতীয় অঙ্গণের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গণেও নেমে আসে শোকের ছায়া।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print