ডিসেম্বর ১, ২০২৫ ১০:১২ পূর্বাহ্ণ

শরীয়তপুর থেকে এসে বগুড়ায় মামলার স্বাক্ষী যুবককে কুপিয়ে জখম

সদর থানা। ছবিঃ সংগৃহীত
সদর থানা। ছবিঃ সংগৃহীত

শরীয়তপুর থেকে এসে বগুড়ায় হত্যাচেষ্টা মামলার রাজ স্বাক্ষীকে ধারালো অস্ত্রে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে আসামি।

শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ১১ টার দিকে শহরের নবাববাড়ি রোড এলাকায় এই ঘটনা ঘটে।

হামলার শিকার আহত যুবক হলেন, শহরের মালতীনগর ভাটকান্দি এলাকার আব্দুল কাদেরের ছেলে এ.কে.এম ওসামা (২০)।

ঘটনার পরপরই রক্তাক্ত ওই যুবককে স্থানীয়রা উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করান। বর্তমানে তার শারীরিক অবস্থা আশংকাজনক।

এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাশির।

এদিকে আহত ওসামাকে একটি ভিডিও ক্লিপে বলতে শোনা যায়, শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার জুয়েল নামের এক ব্যক্তি তার ওপর এই হামলা করেন বলে দাবি করেন। তিনি বলেন, জুয়েলের বিরুদ্ধে স্ত্রীকে হত্যাচেষ্টা মামলার রাজ স্বাক্ষী তিনি। তাই ক্ষোভে তার ওপর এই আক্রমণ করেন জুয়েল।

এদিকে আহত ওসামার বাবা আব্দুল কাদের ‘এনসিএন’কে বলেন, ‘বগুড়ার একটি নারীকে তার স্বামী বিষপানে হত্যা করতে চেয়েছিলো। তার স্বামীর বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায়। পরে ওই নারী বগুড়া আদালতে মামলা দায়ের করলে এই মামলার রাজ স্বাক্ষী হোন ওসামা। তাই ওই নারীর স্বামী জুয়েল শরীয়তপুর থেকে বগুড়ায় এসে ওসামার ওপর এলোপাতাড়ি ভাবে অস্ত্রের আঘাতে জখম করে।

এবিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাশির ‘এনসিএন’কে বলেন, ‘হামলার শিকার ওসামার শারীরিক অবস্থা আশংকাজনক। তবে ওসামার কাছে থেকে হামলাকারীর পরিচয় নিশ্চিত হয়েছি। এই ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে।’

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print