লালমনিরহাটে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
শনিবার দুপুরে উপজেলার তুষভান্ডার রমনী মোহন সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৪১ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, মেধাবীরা শুধুমাত্র নিজের জন্য নয়, দেশের কল্যাণেও কাজ করবে। বিএনপির এ আয়োজনে তোমাদের হাতেই আগামীর কালীগঞ্জ জন্য একটি নতুন দিক উন্মোচন করবে।
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা পেরনা বলেন, ‘এসএসসি পরীক্ষা শিক্ষা জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। এখান থেকেই উচ্চশিক্ষার যাত্রা শুরু হয়। ভবিষ্যতে উচ্চশিক্ষা অর্জন করে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চাই। এমন সংবর্ধনা দেওয়ায় বিএনপি প্রতি কৃতজ্ঞতা জানান তারা।
কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম সভাপতিত্বে ও ভোটমারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাসেত পাটোয়ারী এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও মেধাবী শিক্ষার্থীদের প্রণোদনা ও উৎসাহ দিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা বিএনপি’র অন্যতম সদস্য ফারহান উদ্দিন পাশা উপজেলা বিএনপির যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আঙ্গুর যুবদলের সদস্য সচিব মেহেরবান মিঠুসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন।
