ডিসেম্বর ১, ২০২৫ ৯:৪৮ পূর্বাহ্ণ

শাজাহানপুরে উপজেলা যুবদলের বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Oplus_16777216
Oplus_16777216

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচি সফল করার লক্ষ্যে বগুড়ার শাজাহানপুরে উপজেলা যুবদলের উদ্যোগে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ জুলাই) বিকেলে উপজেলা দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল আরমান রাজুর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি সবুজ দেওয়ান।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সমবায় বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম বিপুল, সদস্য হামিদুর রহমান হিমেল, উপজেলা যুবদল নেতা বেলাল হোসেন বাবু, সোহেল রানা, আব্দুল রউফ, রহমত আলী, সাজেদুর রহমান, খোকন, আড়িয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আজিজুল হক, আমরুল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মশিউর বাবু ও যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মানিকসহ যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ৪ আগস্ট কেন্দ্র ঘোষিত ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও আমার না বলা কথা’ শীর্ষক কর্মসূচি সফল করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভা শেষে শাজাহানপুর উপজেলা জুড়ে যুবদলের উদ্যোগে পোস্টার বিতরণ করা হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফ্যাসিবাদবিরোধী বার্তা জনগণের মাঝে ছড়িয়ে দিতে এই পোস্টারিং কার্যক্রম পরিচালিত হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print