ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার বিএনপি’র দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপির নেকাকর্মীরা।
বুধবার (৩০ জুলাই) বিকালে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির নেতাকর্মীদের ব্যানারে ও শতস্ফুর্ত অংশগ্রহনে বিক্ষোভ মিছিলটি উপজেলা বিএনপির কার্যালয় থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে সমবেতন হন।
পরে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশে সাবেক সহ সভাপতি শেখ আইয়ুব আলী ও মীর মোহাম্মদ রাজিউর রহমান আসাদসহ বিএনপির নেতাকর্মীরা দাবি করে বলেন, কেন্দ্র কমিটিকে ভুল বুঝিয়ে ঠাকুরগাঁও জেলা কমিটি, উপজেলা বিএনপির নব-নির্বাচিত সভাপতি অ্যাড. সৈয়দ আলম ও সাধারণ সম্পাদক ড. টিএম মাহবুবর রহমানকে বহিস্কার করা হয়। তা দ্রুত প্রত্যাহারের দাবি করেছেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। শুধু তাই নয়, এই বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবিতে তারা তিন দিন ব্যপী কর্মসূচী দিয়েছেন।
এই কর্মসুচি চলাকালিকন সময়ে বহিস্কার আদেশ প্রত্যাহার না হলে বিক্ষুদ্ধ নেতাকর্মীরা ঢাকামুখী রওনা হবেন বলে হুঁশিয়ারি দেন।
উল্লেখ্য, গেল ২৯ জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ফেসবুক পেইজে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয় গত ১২ জুলাই ২০২৫ তারিখে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি’র কাউন্সিল অধিবেশনকে কেন্দ্র করে হানাহানি ও সংঘাতের ঘটনা সংঘটিত হয়। ঠাকুরগাঁও জেলাধীন বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. মোঃ সৈয়দ আলম এবং সাবেক সাধারণ সম্পাদক পদপ্রার্থী ড. টি এম মাহবুবুর রহমান এ ধরণের হিংসাত্মক ও অশোভন আচরণের সাথে জড়িত থাকায় তাদেরকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।
