ডিসেম্বর ১, ২০২৫ ৯:৪৮ পূর্বাহ্ণ

বগুড়ায় যুবদলের আহ্বায়কের ওপর সন্ত্রাসী হামলা; হাসপাতালে ভর্তি

Oplus_16777216
Oplus_16777216

বগুড়া সদর উপজেলা যুবদলের আহ্বায়ক অতুল চন্দ্র দাসের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার সাবগ্রাম এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অতুল চন্দ্র দাস রাতে ব্যক্তিগত কাজে বাইরে বের হলে আগে থেকে ওৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত তার ওপর ধারালো অস্ত্রে হামলা চালিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ বিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির জানান, হামলার ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ হামলার নিন্দা জানিয়ে স্থানীয় বিএনপি ও যুবদল নেতারা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print